ছয় ক্রিকেটারের সঙ্গে হাথুরুসিংহের বৈঠক
ম্যাচের আবহে অনুশীলন ততক্ষণে শেষ। দিনব্যাপী অনুশীলনের পর পরিশ্রান্ত ক্রিকেটারদের তখন বিশ্রাম নেওয়ার পালা। তবুও তখনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সম্মুখে কিছু চেয়ার আনতে জানানো হয়। উদ্দেশ্য, ক্রিকেটারদের সাথে সর্বশ্রেষ্ঠ কোচ চন্ডিকা হাথুরুসিংহের বৈঠক।
কিছুক্ষণ পর মিরপুর স্টেডিয়ামের সবুজ ঘাসে পল্লব চেয়ারে ইহাকে ইহাকে বসলেন তামিম ইকবাল, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন। পরে ওই জায়গা যোগ দিলেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। আর হাথুরুসিংহে তো ছিলেনই। এই ছয় ক্রিকেটারের সাথে হাথুরুসিংহের আলাপের শুরুটা হয় হাসিঠাট্টা দিয়ে।
পরে পালা করে সবার কথা শুনেছেন সর্বশ্রেষ্ঠ কোচ। এরপর নিজে কিছুক্ষণ কথা বলেছেন। মিনিট দশেক ধরে ছয় ক্রিকেটারের সঙ্গে হাথুরুসিংহের আলাদা করে কথা বলার সময় দলের অবশিষ্টরা ছিলেন ড্রেসিংরুমে। কোচিং স্টাফের অন্য সদস্যদেরও সেখানে নোটিশ যায়নি।
এর আগে সকাল ১১টা থেকেই ক্রিকেটারদের সাথে অনুশীলনে সময় দিয়েছেন হাথুরুসিংহে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর পার্সোনাল অনুশীলন দিয়ে শুরু। এরপর বাংলাদেশ দলের ক্রিকেটাররা ম্যাচের আবহে অনুশীলন করেছেন। যা সমাপ্ত হয়েছে রাত আটটায়। লম্বা অনুশীলন সেশনের পর ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে বসেছেন হাথুরুসিংহে।
আজও ক্রিকেটারদের সাথে আলাদা করে বসেছিলেন নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া এই লঙ্কান। ওখান ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন তিনি, পরে প্রেজেন্টেশনের সাহায্যে তুলে কল্পনা করেন নিজের পরিকল্পনা। জাতীয় দলে উনি একতাবদ্ধতা, ঐকাগ্র্য ও ড্রেসিংরুমের পরিবেশ কীভাবে আরও স্বাস্থ্যকর করা যায়, এসব নিয়ে কথা বলেছেন।
ক্রিকেটারদের কাছে হাথুরুসিংহে চমৎকার খেলা-ধুলা আর শৃঙ্খলা যেমন চান, মানসিকতায়ও চান ইতিবাচক ছাপ। তাঁর প্রেজেন্টেশনে মানসিক দক্ষতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
No comments