Header Ads

২ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং

২ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং


 উৎপাদন এবং প্রকৌশল বিভাগের কাজে গুরুত্ব দেওয়ার জন্য অর্থ ও মানবসম্পদ বিভাগের কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার তৈরি কোম্পানি বোয়িং। কোম্পানিটি মূলত তাদের পণ্য, সার্ভিস এবং প্রযুক্তির মান আরও বাড়াতে খরচের ব্যাপারটা বিবেচনায় এনে এ সিদ্ধান্তে যেতে চায়। বার্তা বিবিসির

কোম্পানিটির পক্ষ থেকে দেওয়া এক উক্তিতে ব্যাপারটা শিওর করেছে। তারা বলেছে, যেসব কর্মীকে তারা ছাঁটাই করবে, ওঁদের ক্ষেত্রে স্বচ্ছ উপায় ফলো করবে। সেইম সঙ্গে ভুক্তভোগী বিদায়প্রক্রিয়া যাতে হয়, সে বিষয়ে সাহায্য অব্যাহত রাখবে বোয়িং।

একের পর এক আন্তর্জাতিক সংস্থায় যখন সহযোগী ছাঁটাই চলছে, তখন বোয়িংও একই খবর দিল। ছাঁটাই করা কর্মীদের শূন্যস্থান পূরণে ইন্ডিয়ার টাটা কনসালটিং সার্ভিস থেকে আউটসোর্সিংয়ের দ্বারা সহযোগী নিয়োগ করে করপোরেট কাজ করার কথা ভাবছে বোয়িং।


উড়োজাহাজ নির্মাণ সংস্থাটি জানিয়েছে, অর্থ ও মানবসম্পদ বিভাগের সহযোগী কমালেও উদ্ভাবন ও প্রকৌশল বিভাগে সহযোগী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ২০২২ সালে ১৫ হাজার সহযোগী নিয়োগ দিয়েছিল। রানিং বছর আরও ১০ হাজার কর্মী নিয়োগে প্রিপারেশন করছে তারা।


যদিও বোয়িংয়ের তরফ থেকে এখনো কোনো কর্মীকে ছাঁটাইয়ের দেখা ধরানো হয়নি। কত দিনের ভিতরে প্রক্রিয়াটি সম্পন্ন হবে, তা–ও স্পষ্ট করেনি কোম্পানটি।

No comments

Powered by Blogger.