তুরস্ক ও সিরিয়ায় আরেকটি ভূমিকম্পের আঘাত
কিন্তু যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী এ ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৫। আর তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি বলেছে, এই ভূকম্পনের মাত্রা ৭ দশমিক ৬। তাদের হিসাব অনুসারে এ ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা আরও বহু ছিল।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এ ভূমিকম্পের পর সিরিয়ার দেশীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি। এ ছাড়া তুরস্কের ওই এরিয়া থেকেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে তুরস্কে আজ প্রভাতকালে যে ভূকম্পন প্রহার হেনেছে, সেটাতে তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর পরিমান দেড় হাজার ছাড়িয়েছে। আঘাতগ্রস্থ হয়েছে পাঁচ হাজারের অধিক মানুষ। তবে ঠিক মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে, সে তথ্য এখনো জানা যায়নি। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলগুলো হতে হতাহতের নির্ভুল খবরও জানতে পারছে না কর্তৃপক্ষ। ফলে ভূমিকম্পের ঠিক চিত্র এখনো উঠে আসতে চলেছে না।
No comments