Header Ads

কিয়ারার বিয়ের ভেন্যুর বিস্তারিত তথ্য জানুন

 

কিয়ারার বিয়ের ভেন্যুর বিস্তারিত তথ্য জানুন

বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে কেন্দ্র করে রাজস্থানের মরুশহর জয়সালমীরের সূর্যগড় প্যালেস বর্তমান আলোচনায়। আগামীকাল এখানেই সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা। কেবল কী সিদ্ধার্থ-কিয়ারা; করণ জোহর, শহিদ কাপুর হতে প্যালেসটিতে হাজির থাকবেন বলিউডের প্রচুর সুবিশাল তারকা। ফটোতে ফটোতে জেনে নেওয়া সূর্যগড় প্যালেস সম্মন্ধে কতিপয় তথ্য।



সূর্যগড় প্যালেস জয়সালমীরের ১টি অনেক দামী পাঁচ স্টার মানের হোটেল। ৩৫ একর আয়তনের এই প্যালেসটিতে থাকতে প্রতি রাতেরবেলা তৈরি করে ৭৬ হাজার রুপি পর্যন্ত খরচ হতে পারে। কিন্তু সবচেয়ে ব্যয়বহুল কক্ষগুলোর ভাড়া দুই লাখ রুপি



সিদ্ধার্থ এবং কিয়ারার বিবাহের জন্য জয়সালমীরে প্রায় ৮৪টি বিলাসবহুল ঘর বুকিং করা হয়েছে, ভাড়া করা হয়েছে ৭০টির অধিক গাড়ি। 


No comments

Powered by Blogger.