Header Ads

বিএনপি জানাল, আলোচনায় যাবে না

বিএনপি জানাল, আলোচনায় যাবে না


নির্বাচন কমিশন (ইসি) চিঠি হাতে পেলেও আলোচনায় যাবে না বিএনপি। দলটি বলছে, নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করা অনর্থক।


আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য সেরা নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দেন। কিন্তু চিঠিতে আলোচনার জন্য কোনো দিনক্ষণ উল্লেখ করা হয়নি।

ইসি সূত্র জানায়, বিএনপি আলোচনায় আসতে রাজি হলে তাদের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ১ম আলোকে বলেন, আলোচনায় মির্জা ফখরুল ইসলাম চাইলে বিএনপির নেতা ও সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে নিতে পারবেন। চিঠিতে এটা উল্লেখ করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছিল ইসি। তখন সে সংলাপ প্রত্যাখ্যান করে বিএনপি। দলটির সেরা দাবি, নির্দলীয় গর্ভনমেন্টের অধীনে জাতীয় নির্বাচন থেকে হবে। ইসি বলছে, এই দাবির ব্যপারে তাদের কয়েকটি করার নেই। বিএনপির দাবি ও রাজনৈতিক কৌশল নিয়ে ইসির কোনো বক্তব্যও নেই।

ইসি সূত্র জানায়, চিঠিতে জানানো হয়ে গিয়েছে বিএনপি আধুনিক কমিশনের প্রতি অনাস্থা জানালেও অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দল হিসেবে আগামী ১২শ সংসদ নির্বাচন নিয়ে ইসির সঙ্গে অনানুষ্ঠানিকভাবেও আলোচনা বা মতবিনিময় হতে পারে। বিএনপি এতে সম্মত হলে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করা যেতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন ডিস্কাউন্ট হতে চিঠি পাওয়ার কথা বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন ডিস্কাউন্টে কোনো আলোচনায় যাব না। নির্বাচনকালীন রাষ্ট্রশাসক বিভাগ নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করা অনর্থক। আমরা মনে করি, এই রাষ্ট্রের অধীনে কোনো উদাসীন ও সুষ্ঠু নির্বাচন হবে না।’


No comments

Powered by Blogger.