Header Ads

কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন যুবলীগের

 

কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন যুবলীগের

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের এক কৃষি সম্মেলনে এ বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি। 


এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী কৃষি সম্মেলন ও কৃষি উপাদান বিতরণ কর্মসূচির উদ্বোধন করে যুবলীগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। উত্তম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর মেম্বার ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশ্রেষ্ঠ অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ‘আজকে দেশবিরোধী বিএনপি-জামাত যে ষড়যন্ত্র করছে তাতে তারা কোনো দিন সফল হবে না।... আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই যুবকদেরই কাজ করতে হবে। ...বর্তমানে  কাজের আরও সুবিধা ভোগ করার জন্য চায়। আর আধুনিক বাংলাদেশের সাহায্যে তা করা সম্ভব।’


সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময় সারের দাবিতে আন্দোলন করলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন করলে সেখানেও কয়েকজনকে গুলি করে হত্যা করে বিএনপি-জামাত সরকার। তাদের হাত চাষীর রক্তে রঞ্জিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ সিংহ রায়। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল)।


অনুষ্ঠানে আরও কথনীয় দেন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), যুগ্ম সাধারণ এডিটর সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী, সাংস্কৃতিক এডিটর আমূল পরিবর্তন মুস্তাফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হেমায়েত উদ্দিন মোল্লা প্রমুখ।

No comments

Powered by Blogger.