গোয়েন্দা বাহিনী নিয়ে আবার ফিরছে এমিল
জার্মান লেখক এরিখ কাস্টনারের উপন্যাস ‘এমিল অ্যান্ড দ্য ডিটেকটিভস’ অবলম্বনে আশির দশকে এমিলের সত্যান্বেষী বাহিনী গঠন করেছিলেন বাদল রহমান। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে তুমুল আলোচিত হয়েছিল। চার দশক পর সেইম উপন্যাস অবলম্বনে ‘এমিল ও তাঁর গোয়েন্দারা’ নামে ৩০ পর্বের ১টি ধারাবাহিক গঠন করেছেন কৌশিক শংকর দাশ। দুরন্ত টিভিতে আজ হতে ডেইলি বেলা একটা ও রাত সাড়ে আটটায় এটা প্রচারিত হবে।
উপন্যাস অবলম্বনে নাটকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান। এতে এমিল চরিত্রে তূর্য ও পনি চরিত্রে ঋদ্ধিকে পাওয়া যাবে। পুঁচকে চরিত্রে অভিনয় করবে মেধা, বিশাল, সাহির, সানজিদা, তাথৈ, জয়ী, আবির, তাহসান। আরও অভিনয় করছেন দিলারা জামান, বিজরী বরকতউল্লাহ, ফারজানা চুমকি, তপন মজুমদার, এ কে আজাদ সেতু, আশরাফুল আশিস, শফিউল আলম বাবু, প্রিয়ন্তী উর্বী ও শতাব্দী ওয়াদুদ।
আগে পর্যাপ্ত টেলিভিশন নাটক বানালেও শিশুদের জন্য প্রথমবার নির্মাণে হাত দিয়েছেন কৌশিক। তিনি বলেন, ‘“এমিলের রহস্যসন্ধানী বাহিনী” আমাদের ছোটবেলার ক্ল্যাসিক। সিনেমাটি যখন মুক্তি পায়, সেই সময় আমার বয়স ছিল ৮-১০ বছর। ফলে এমিল ও তাঁর গোয়েন্দারা আমাদের জন্য অন্য রকম একটা আবেগের বিষয়। প্রচুর দিন ধরেই এটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। সে বাসনা এই যাত্রায় পূর্ণ হলো। প্রত্যেকেই অত্যন্ত বেশ ভালো অভিনয় করেছেন। আমার আশা, দর্শক লাইক করবেন।
জার্মান ল্যাংগুয়েজে লেখা উপন্যাসটি প্রকাশ করার পরপরই রাতারাতি বিখ্যাত হয়ে যায়। উপন্যাসটি অবলম্বনে বিশ্বের নানা দেশে, নানা ল্যাংগুয়েজে সিনেমা নির্মিত হয়েছে। বইটির মতো এই চলচ্চিত্রগুলোও দেশে দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে ‘এমিল ও তাঁর গোয়েন্দারা’ নাটকের চিত্রনাট্যে নাট্যকার দেশি আবহে করেছেন। যেখানে দেখা যায়, এমিল মায়ের সাথে চট্টগ্রামে বাস করে। বিদ্যালয়ের অবসারে সে ঢাকায় তার খালার বাসায় বেড়াতে আসে। দীর্ঘ ট্রেন যাত্রায় তার মিত্র হয় আলী ইমরান নামক এক ভদ্রলোক। নানা আলাপচারিতার ভিতরে এমিল একসময় ঘুমিয়ে পড়ে। নিদ্রা ভেঙে সে আবিষ্কার করে তার টাকা হারিয়ে গেছে। আলী ইমরানকে সন্দেহ করে সে টাকা উদ্ধারের ট্রাই করেও ব্যর্থ হয়। অথচ সে অবস্থা না ছেড়ে আলী ইমরানকে ফলো করে। এমিলের টাকা উদ্ধারে তার ফুপি তুহিন, খালাতো বোন পনি ও তার ফ্রেন্ডরা সাহায্য করতে এগিয়ে আসে। এই টিমের প্রচেষ্টায় বের হয়ে আসে আলী ইমরানের সত্যিকার পরিচয়, ধরা পড়ে এক দুর্ধর্ষ স্মাগলারের কাহিনি।

No comments