Header Ads

চট্টগ্রাম শহরে রেলের ইঞ্জিনে বাসের ধাক্কা, নিহত ৩



চট্টগ্রাম নগরের ইপিজেড উপজেলার বিমানবন্দর সড়কে ট্রেনের চলন্ত ইঞ্জিনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের মরণ হয়েছে। আজ সোমবার রাত সাড়ে নয়টায় পথের মেঘনা অয়েলের সম্মুখে এই দুর্ঘটনা ঘটে। 


ট্রেনের ইঞ্জিন প্রবল বৃষ্টিপাত সংকেত উপেক্ষা করে বাস চালিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে রেলের কর্মকর্তারা দাবি করেন।

ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হলেন মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। এর ভিতরে আজিজুল রেলের পয়েন্টসম্যান। আসাদুজ্জামান নগরের চট্টগ্রাম ইপিজেডের ইয়াংওয়ান কারখানার গুণগতমান সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। অন্যকারোর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 


চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তিনজনকে ক্লিনিকে পাঠানো হয়েছে। তাঁদের তিনজনের মৃত্যু হয়েছে।


রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন অফিসার তারেক মুহাম্মদ ইমরান ১ম আলোকে বলেন, মেঘনা অয়েলে প্রথমে থেকে তেলভর্তি ওয়াগন ছিল। সেগুলো আনার জন্য রেলের ১টি ইঞ্জিন যাচ্ছিল। এ সময় সংকেত দেওয়া হয়। অথচ ইঙ্গিত উপেক্ষা করে ১টি যাত্রীবাহী বাস রেলের ইঞ্জিনের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলের রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন। বাসচালকের দোষেই এই দুর্ঘটনা ঘটেছে। 


এর প্রথমে গত ১৫ ফেব্রুয়ারি এই রেললাইনে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছিল। নগরের হালিশহরের চট্টগ্রাম পোর্ট গুডস ইয়ার্ড অঞ্চলে প্রবেশের মুহূর্তে তিনটি ওয়াগন লাইন থেকে পড়ে যায়। রেললাইনের ভ্রান্তি ও কর্মীদের অবহেলায় চট্টগ্রাম নগরের হালিশহরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ট্রেন দুর্ঘটনার জন্য ট্রেনচালকসহ চার কর্মীকে দায়ী করা হয়। তাঁদের বিপক্ষে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।

No comments

Powered by Blogger.