Header Ads

জোনায়েদ সাকির অভিযোগ, সিদ্দিকবাজারে উদ্ধারকাজে সরকার ব্যর্থ হয়েছে

জোনায়েদ সাকির অভিযোগ, সিদ্দিকবাজারে উদ্ধারকাজে সরকার ব্যর্থ হয়েছে


রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর উদ্ধারকাজের সমন্বয়ে  ব্যর্থতার ইন্ট্রোডিউস দিয়েছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, উদ্ধারকাজে গর্ভনমেন্টের প্রকৌশল বিভাগগুলোর ফায়ার সার্ভিসকে সাহায্য করার দায়িত্ব থাকলেও করেনি। এটি একটা ব্যর্থতা।

বুধবার বেলা আড়াইটার দিকে সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের উদ্ধারকাজ পরিভ্রমণ গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের টাইম জোনায়েদ সাকি এসব কথা বলেন।


একের পর এ ধরনের বিস্ফোরণ ও এতে নিরীহ নিরাপরাধ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়াটা রাষ্ট্রের ব্যর্থতা দাবি করে জোনায়েদ সাকি বলেন, ‘অনেক জিনিস পুরোনো হয়ে গেছে। নিউ ব্যবস্থাপনায় পুরোনো ভবন ভাঙা দরকার। নিরাপদ ইউটিলিটি পরিসেবা দরকার। রাষ্ট্রশাসক গোষ্ঠী এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

জোনায়েদ সাকি বলেন, ‘এটা (বিস্ফোরণ) তো ইদানিং জরুরি পরিস্থিতি। ওখান  আরও যোগ্য হওয়া দরকার ছিল। নাহলে কেন তাঁদের জাতীয় ইন্সটিটিউট হিসেবে বিবেচনা করব। বিস্ফোরণে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন দরকার। এসব সম্মন্ধে গর্ভনমেন্টের প্রচেষ্টা কী সেটা জানতে চাই।’


বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ এডিটর ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন জোনায়েদ সাকি। উনি বলেন, ‘এই বিস্ফোরণে নাকি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। কোনো বিরোধী মহল নাকি রাজনৈতিকভাবে অসমর্থ হয়ে সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। এ ধরনের দায়িত্বহীন বলার যোগ্য আশা করা যায় না।’

No comments

Powered by Blogger.