Header Ads

দক্ষিণের সাই পল্লবী হচ্ছেন সীতা

দক্ষিণের সাই পল্লবী হচ্ছেন সীতা


দক্ষিণ ইন্ডিয়ার সনামধন্য নায়িকা সাই পল্লবীর নাকি এবার বলিউডে অভিষেক হতে চলেছে। ওনাকে নাকি ‘সীতা’র ভূমিকায় লক্ষ্য যাবে। এ বিষয়ে সাই এখনো নিজে কতিপয় খোলাসা করেননি। কিন্তু তাঁর বলিউডে অভিষেকের খবরে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। প্রণেতা মধু মান্টেনার ‘রামায়ণ’ নিয়ে দীর্ঘদিন ধরে নানা খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে এ পিকচারের কাস্টিং নিয়ে নানা জল্পনাকল্পনা। আগেই খবর ছিল, এই প্রকল্পে রামের বেশে বলিউড তারকা রণবীর কাপুরকে লক্ষ্য যাবে।


এই সময়ে খবর, ‘সীতা’ রূপে বলিউড সাম্রাজ্যে পা রাখতে চলেছেন দক্ষিণের সাই। সীতার ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে লক্ষ্য যাবে, প্রথমে এমনটাই শোনা গিয়েছিল। তা সত্ত্বেও এই সেইম নির্মাতার ছবিতে ‘দ্রৌপদী’র চরিত্রে দীপিকা অভিনয় করছেন। এইজন্য সীতার ভূমিকায় নির্মাতারা চেয়েছিলেন অন্য এক অভিনেত্রী। তবে শর্ত ছিল, ওনাকে অবশ্যই জনপ্রিয় থেকে হবে।


‘রামায়ণ’ ফটোর নির্মাতারা এজন্য সীতার ভূমিকায় সাই পল্লবীর মতো সনামধন্য নায়িকাকে বেছে নিয়েছেন। জানা গেছে, এই পিকচারের চুক্তিপত্রে সইও করে ফেলেছেন সাই। কিন্তু এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। রণবীরও নাকি এ ফটোর জন্য সইসাবুদ পর্ব সেরে ফেলেছেন।


সাই এর প্রথমে এক সাক্ষাৎকারে বলিউডে অভিষেক প্রসঙ্গে বলেছিলেন, ‘কোন অভিনেতার হাত ধরে বলিউডে পা রাখব, তা নিয়ে আমার কোনো প্রস্তুতি নেই। তবে বলিউডে অভিষেকের জন্য আমি প্রস্তুত। আমার নিকট চিত্রনাট্য অতিশয় গুরুত্বপূর্ণ। অভিনেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে আমি চিত্রনাট্য পড়ি। আর চিত্রনাট্যটা খুশি করলে তবেই আমি ছবিটি করার জন্য রাজি হই। আমি এইরকম বলিউডি পিকচারের অংশ থেকে চাই, যার চিত্রনাট্য অনেক ভালো হবে। আমি এইরকম চরিত্রে অভিনয় করার জন্য চাই, যার সাথে আমি মানানসই হব। শুধু বলিউড ছবি বলেই তাতে অভিনয় করব, এরূপ কথা নয়। আমি সব ধরনের বলিউড পিকচার পছন্দ করি।’


কোন ঘরানার হিন্দি পিকচারে অভিনয় করার জন্য চান, এ প্রসঙ্গে এই দক্ষিণি নায়িকা বলেছিলেন, ‘কোনো মজার চিত্রনাট্য। নির্ভেজাল হাসির ফটোতে কাজ করার জন্য চাই।’

No comments

Powered by Blogger.